কলাপাড়া প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে আরপিসিএলের বিদ্যুত কেন্দ্র নির্মানে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ্য ২০ পরিবারের সদস্যরা তাদের বসত ঘর ও সম্পদের মূল্যের দাবিতে মানববন্ধন করেছে। শুক্রবার বেলা ১২টায় লোন্দা গ্রামের ইয়াসির খাঁ’র বাড়ি সংলগ্ন ফষলি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যুত কেন্দ্র নির্মানে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য এ ২০ পরিবার তাদের জমির দেড়গুন মূল্য পেলেও তাদের বসত ঘর, গাছ ও পুকুরের মূল্য নির্ধারণ করেনি কর্তৃপক্ষ। তারা এ বিষয়টি পটুয়াখালী জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করেন। জেলা প্রশাসকের দরবার থেকে একটি তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু তদন্ত টিমের রিপোর্ট না দেয়ার আগেই আরপিসিএল কর্তৃপক্ষ জোড়পূর্বক তাদের উচ্ছেদের চেষ্টা করে। বালু কেটে সব কিছু ভরাট শুরু করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা বাঁধা দিলে তাদের মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যশিপন খাঁ, শামিম গাজী, জুলেখা বেগম, শারমিন, বকুলন্নেছা,শিরিনা ও আমেনা বেগম বলেন, তারা জমি দিয়েছেন। সম্পদও দিবেন। কিন্তু সম্পদের মূল্য না দিয়ে তাদের জোড়পূর্বক অপসারন করা হচ্ছে। রাতের আঁধারে বালু ফেলে বসত ঘর তলিয়ে দেয়া হচ্ছে। তারা এ হয়রানী থেকে মুক্তি এবং সম্পদের ন্যায্য মূল্যের পাওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে আরপিসিএলের কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, আগামী ১৫ তারিখের মধ্যে জেলা প্রশাসনের তদন্ত কমিটির রিপোর্ট দিবে। তারা বর্তমানে তাদের অধিগ্রহনকৃত জায়গা ভরাট করছেন। তবে কাউকে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে না বলে মুঠো ফোনে জানান।
Leave a Reply