দখিনের খবর ডেস্ক ॥ সম্প্রতি দাখিল পরীক্ষার বাংলা, গণিত ও ইংরেজির খাতা অন্য শিক্ষকদের দিয়ে মূল্যায়ন করানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ সুপারিশ প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া নামে একটি সংগঠন। গতকাল শুক্রবার বেলা ১১টায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, মাদ্রাসার শিক্ষকরা যথাযথ প্রক্রিয়ায় অন্যান্য শিক্ষকদের মতোই নিয়োগপ্রাপ্ত। যথেষ্ট যোগ্য। এরপরেও মাদ্রাসার খাতা অন্য শিক্ষকদের দিয়ে মূল্যায়নের অর্থ তাদের তাচ্ছিল্য করা। জহিরুল আরও বলেন, এসব চিন্তাভাবনা বাদ দিয়ে মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরির মাধ্যমে পিটিআই, বিএড, এমএড করার মতো ব্যবস্থা করুন। জানা গেছে, গত বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের খাতা অন্য কোনো মাধ্যমের শিক্ষকদের মূল্যায়ন করার সুপারিশ করা হয়। এ সুপারিশ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের মধ্যে একটা চাপ থাকবে এবং তারা নিজেদের গুণগত মান উন্নত করার চেষ্টা করবে বলে মনে করে কমিটি। কমিটি মনে করে, মাদ্রাসার অনেক শিক্ষকদের মধ্যে নিজেদের চাকরির স্বার্থে শিক্ষার্থীদের পাস করানোর প্রবণতা দেখা যায়। এটা হলে এই সুযোগ তারা পাবে না। এছাড়া ওই বৈঠকে যেকোনো মাদ্রাসা প্রতিষ্ঠার আগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদন নেয়ারও সুপারিশ করা হয়।
Leave a Reply