রাকিবুল হাসান, বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় স্বাস্থ্য কমপ্লেক্স’র আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ গোলাম কিবরিয়ার টিপু’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, জাতীয় পার্টির সভাপতি মোঃ মকিতুর রহমান কিসলু, স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক চিকিৎসক ডাঃ তিলোত্তমা শাহরিন, সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব, বাবুগঞ্জ থানার কর্মকর্তা ইন চার্জ(তদন্ত)মানবেন্দ্র বালো প্রমূখ। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সমস্যা,রোগীদের সুযোগ সুবিধা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন। মানুষ বিপদের সময় চিকিৎসাসেবা নিতে হাসপাতালে আসেন। কিন্তু হাসপাতালে যথাযথ চিকিৎসাসেবা না পেলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। হাসপাতাল যাতে চিকিৎসাসেবার নির্ভরযাগ্য স্থান হয় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। তিনি বাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সর্বাঙ্গীণ উন্নতি করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, রোগীদের সেবাদানের ক্ষেত্রে চিকিৎসক ও নার্সদের আরও আন্তরিক হতে হবে। বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই অঞ্চলের সবচেয়ে বড় এবং নির্বরতার প্রতীক। এ উপজেলার সাধারণ মানুষ অসুস্থ হলে একমাত্র অবলম্বন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,তাই সেবার মান উন্নত করার ওপর আরও মনোযোগী হওয়া দরকার। সাংসদ টিপু আরো বলেন,‘সকলের সহযোগিতা ও সচেতনতায় বাবুগঞ্জে করোনাকালীণ সময়ে মানুষের আক্রান্তের হার কম ছিলো এবং দ্রুত প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তিনি সকলকে মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজার রেখে দৈনন্দিন কাজকর্ম করার আহবান জানান। সরকারী কর্মকর্তাদের তিনি কাজের ক্ষেত্রে স্বচ্ছতার সাথে শতভাগ স্বাধীন ভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply