নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল রবিবার সকাল ১১ টায় বিএম কলেজ জিরো পয়েন্টে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ দফা দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি পেশ, মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রজমোহন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান রাকিব এর সভাপতিত্বে ও বিজন সিকদার এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ মনীষা চক্রবর্তী, ছাত্র ফ্রন্ট বি এম কলেজ শাখার সংগঠক লামিয়া সাইমুন, মাইশা আনন্দ খুশি, সেঁজুতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, করোনা মহামারির সময়ে দীর্ঘ একবছর ক্লাস-পরীক্ষা, আবাসিক হলসহ সকল কার্যক্রম বন্ধ থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক গভীর সংকটে পতিত হয়েছে। একদিকে সেশনজট বাড়ছে অন্যদিকে হল বন্ধ থাকায় পড়াশোনা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। আবার দেখা গেছে ক্যাম্পাস বন্ধ থাকা সত্ত্বেও সেশন চার্জ মওকুফ করা হয় নি। যা শিক্ষার্থীদের জন্য মরার উপর খারার ঘা এর মতো। বক্তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের সেশনজট নিরসনে স্থগিত সকল পরীক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। আবার শোনা যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় ভ্যাকসিনের আওতায় এনে হল খোলা হবে কিন্তু এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো ঘোষণা নেই। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য ও অবহেলার শিকার হচ্ছে। সমাবেশ শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ৪ দফা দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি পেশ করে। ছাত্র ফ্রন্ট নিম্নোক্ত ৪ দফা দাবি উত্থাপন করে- ১/ করোনার কারণে বন্ধকালীন সময়ে সকল বর্ষের সেশন চার্জ মওকুফ করতে হবে। ২/ অবিলম্বে সকল বর্ষের ক্লাস-পরীক্ষা, আবাসন এবং পরিবহন চালু করতে হবে। ৩/ শিক্ষার্থীসহ সকল নাগরিকের জন্য কোভিড ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। ৪/ পরীক্ষা কেন্দ্র নয়, জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রকৃত উচ্চ শিক্ষার কেন্দ্রে পরিনত করতে হবে। পূর্ণাঙ্গ স্বতন্ত্র পরীক্ষার হল চালু করতে হবে।
Leave a Reply