রাকিবুল হাসান, বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সচিব, রহমতপুর ইউনিয়নের কমান্ডার ও ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান মুন্সিকে (৭০) রাতে বাড়ি ফেরার পথে অতর্কিতে হামলা চালিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন মুক্তিযোদ্ধা। রোববার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে হামলার ঘটনা ও প্রেক্ষাপট বর্ণনা করে দোষীদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন আহত মুক্তিযোদ্ধা আজিজুর রহমান মুন্সি। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে ইউএনও মোঃ আমীনুল ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। উল্লেখ্য, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ৮ মার্চ রাতে বাড়ি ফেরার পথে রহমতপুর-মীরগঞ্জ সড়কের বকুলতলা নামক স্থানে মুক্তিযোদ্ধা আজিজুর রহমান মুন্সির পথরোধ করে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেন ক্ষুদ্রকাঠী গ্রামের ইমাম হোসেন আকাশ ও তার সহযোগীরা। এসময় তিনি জরুরী পরিষেবা ৯৯৯ নম্বরে কল করলে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী তানজিলুর রহমান বাদী হয়ে হামলাকারী ইমাম হোসেন আকাশসহ ৪ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। তবে ৯ মার্চ ওই মামলা রেকর্ড হলেও জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
Leave a Reply