মো: লুৎফুল হাসান রানা, কলাপাড়া প্রতিনিধি ॥ কলাপাড়ায় আন্তজার্তিক নদীকৃত্য দিবস উদযাপন উপলক্ষে আন্ধারমানিক নদীর দুই তীর রক্ষা, দখল ও দূষনমুক্ত করে নদীর জীবন বাচানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা এগারোটায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া শাখার আয়োজনে আন্ধারমানিক নদীর তীরবর্তী হেলিপ্যাড মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বাপা‘র কলাপাড়া আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন। কর্মসূচির শুরুতে বাংলাদেশের নদী আন্দোলনের অগ্রদূত সৈয়দ আবুল মকসুদ এর স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা আন্ধারমানিক নদীর দুই তীরের সকল ইটভাটা অপসারনের দাবি জানান। এছাড়া দেশের সকল নদী দখলমুক্ত করতে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply