নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর (দপদপিয়া) টোল প্লাজা থেকে দুটি যাত্রীবাহী বাস ও দুটি মিনি ট্রাক তল্লাশি করে ১২ হাজার ১৬০ কেজি অবৈধ জাটকাসহ ৪ জনকে আটক করেছে নৌ পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ৪ জনকে বিভিন্ন অংকের অর্থদণ্ড দেন এবং জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও অসহায়-দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণ করেন। বরিশাল নৌ পুলিশের অতিরিক্ত সুপার মো. সোলায়মান মিয়া জানান, দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে যাত্রীবাহী বাস ও মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ জাটকা ঢাকা সহ বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ শনিবার দিবাগত গভীর রাতে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর (দপদপিয়া) টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় দুটি যাত্রীবাহী বাস ও দুটি মিনি ট্রাক তল্লাশি করে ১২ হাজার ১৬০ কেজি অবৈধ জাটকাসহ ৪ জনকে আটক করে নৌ পুলিশ। পরে আটক ৪ জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীরের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ওই রাতেই ভ্রাম্যমাণ আদালত কুয়াকাটা-বেনাপোল রুটের যাত্রীবাহী বাস নিমজল পরিবহনের সুপারভাইজার বাচ্চু মিয়াকে ৫ হাজার টাকা, গলাচিপার উলানিয়া-ঢাকা রুটের যাত্রীবাহী বাস অন্তরা পরিবহনের হেলপার মো. হিরনকে ৪ হাজার এবং ঢাকাগামী মিনি ট্রাকের চালক মো. বাদল ও আরেকটি মিনি ট্রাকের হেলপার কামল খলিফাকে ১ হাজার টাকা করে জরিমানা করেন। একই সাথে জব্দকৃত ১২ হাজার ১৬০ কেজি জাটকা বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোডিং এবং অসহায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর। যথাযথ কাগজপত্র না থাকায় একটি যাত্রীবাহী বাস এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply