নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে স্বাস্থ্য বিধির বালাই নেই কোথাও। রাস্তাঘাট, হাট বাজার, গণপরিবহন কোথাও শারীরিক দূরত্ব অনুসরণ করা হয় না। করোনা ভীতি থাকলেও মাস্ক ব্যবহারের আগ্রহ নেই সাধারণ জনগণের। এসব কারণে সারা দেশের মতো বরিশালেও বাড়ছে করোনা আক্রান্তের হার। এ অবস্থায় স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মন্ত্রী পরিষদ থেকে সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা দেয়া হয়েছে। সরকারের নির্দেশনা উপেক্ষা করলে আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য বিধি বাস্তবায়ন করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। করোনার প্রকোপ কমে যাওয়ায় সব জায়গায় ঢিলেঢালাভাব। হাটবাজার, রাস্তাঘাট, শপিং-মল, বাস টার্মিনাল, লঞ্চঘাট এবং যানবাহনে কোথাও নেই শারীরিক দূরত্ব। মাস্ক পড়া বাধ্যতামূলক হলেও অনেকেরই মাস্ক পড়ায় আগ্রহ নেই। তবে করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পড়া উচিত বলে মনে করেন সকলে। এদিকে সাম্প্রতিক সময়ে সারা দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও নড়েচড়ে বসেছে প্রশাসন। গত শনিবার মন্ত্রী পরিষদ থেকে সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর তাগিদ দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে গতকাল রবিবার জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় সরকারি সকল দপ্তরের প্রধানদের নিজ নিজ ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর তাগিদ দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এরপরও স্বাস্থ্য বিধি উপেক্ষিত হলে আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য বিধি মানতে বাধ্য করার কথা বলেন জেলা প্রশাসক। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কুমার দাস জানান, গত শনিবার নতুন করে বরিশাল বিভাগে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঝালকাঠিতে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply