নিজস্ব প্রতিবেদক ॥ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান, সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নের প্রতিবাদ এবং অসামঞ্জস্যতা সংশোধনের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) বরিশাল জেলা শাখার উদ্যোগে সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী মো. হারুন-অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রকৌশলী মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাহিদ হোসেন তালুকদার ও বরিশাল বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী মো. আবু সায়েমসহ অন্যান্যরা। মানববন্ধনে গণপূর্ত বিভাগ, সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ টেক্সটাইল, জনশক্তি, জনস্বাস্থ্য প্রকৌশল, ওজোপাডিকো লিমিটেড, জেলা পরিষদ, আইডিইবি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার ডিপ্লোমা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান, সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নের প্রতিবাদ এবং অসামঞ্জস্যতা সংশোধনের দাবি জানানো হয়।
Leave a Reply