মাহমুদ হাসান লিটন, লালমোহন ॥ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মহামারী করোনার কারনে সারা বিশ্বে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছে। শিশুরা হলো জাতীর ভবিষ্যত। শিশুদেরকে নিয়ে বর্তমান সরকার কোন রিস্ক নিতে চাচ্ছে না। সবার আগে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ১৫ মার্চ সোমবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে লালমোহন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মহামারী করোনার মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে নির্দশনা অনুযায়ী আগামী ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করতে হবে। জাতীর পিতার জীবন আদর্শ শিশুদের কে জানাতে হবে। এ বিষয়ে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান ১৭ মার্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে করনীয় ও উপজেলা পর্যায়ে গ্রোগ্রাম বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করেন এবং যথাযথভাবে তা পালনের নির্দেশ দেন। মতবিনিময় সভায় লালমোহন উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply