সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি ॥ বানারীপাড়ায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের একই বাড়ির দুটি গোয়ালঘর থেকে ২টি করে মোট ৪টি গাভী গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ২টি গরুর মালিক শাখারিয়া গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে বানারীপাড়া বন্দরবাজারের ফল ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম সোমবার (১৫ মার্চ) বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় রবিবার (১৪ মার্চ) আনুমানিক সন্ধ্যা ৭টায় গোয়ালের খুঁটির সঙ্গে তার ২টি গাভী গরু গলায় রশি দিয়ে বেঁধে রেখে ঘুমোতে যান। দুটি গাভীর প্রতিটির মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা। ১৫ মার্চ ভোর রাত ৫টায় ছোট শিং বিশিষ্ট কালো ও হালকা লাল গাভী দুটি গোয়াল থেকে বের করতে গেলে দেখতে পান গরু দুটি গোয়ালে নেই। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও গরু দুটির সন্ধান মেলেনি। একই কায়দায় ওই একই দিন ওই বাড়ির অন্য একটি গোয়ালঘর থেকে রফিকুল ইসলামের চাচাতো ভাইয়ের দুটি গরুও চুরি হয়। উল্লেখ্য, ইদানীং বিভিন্ন স্থানে অভিনব কায়দায় গরু চুরির হিড়িক পড়েছে। পুলিশ ও সাধারণ মানুষের যাতে সন্দেহ না হয় এজন্য চোরচক্র চিরাচরিত পন্থা অবলম্বন না করে ভিন্ন কৌশল বেছে নিয়েছে। এখন ইঞ্জিনচালিত ট্রলার বা ট্রাক নয় প্রাইভেট কারে গরু চুরির ঘটনাও ঘটছে। ইতিপূর্বে উজিরপুর থানার টহল পুলিশ প্রাইভেট কার থেকে একটি গরু ও দুজন চোরকে হাতেনাতে আটক করলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাইভেট কারে গরু চুরি একটি বিরল ঘটনা।
Leave a Reply