স্টাফ রিপোর্টার ॥ বরিশালেও একটু একটু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসন। আগামীকাল মঙ্গলবার (১৬ মার্চ) থেকে সচেতনতামূলক প্রচারণা চালাবে জেলা প্রশাসন। প্রয়োজনে নেয়া হবে কঠোর ব্যবস্থা। এদিকে জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন পুলিশ কমিশনার। আর সুশীল সমাজ বলছে, সুস্থ থাকতে হলে মানতে হবে সরকারি নির্দেশনা। বরিশাল জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে, রোববার বরিশাল জেলায় নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশাল নগরীতে ৬ জন এবং সদর উপজেলায় আক্রান্ত হয়েছে একজন। এর আগে ৭ মার্চ করোনা শনাক্তের সংখ্যা শূন্যের কোটায় নেমে এসেছিল। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে সোমবার (১৫ মার্চ) ভর্তি আছে ১৫ জন রোগী। এর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ। সারা দেশের মতো বরিশালেও করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ায় আগামীকাল মঙ্গলবার থেকে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। তিনি আরো জানান, ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান বলেন, জনগণকে সচেতন করার জন্য আগের মতোই তারা কাজ করবেন। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বাঁচতে হলে সরকারি স্বাস্থ্যবিধি অনুযায়ী মানতে হবে। এদিকে বরিশালে স্বাস্থ্যবিধি খুব একটা মানা হচ্ছে না। মাস্ক ছাড়াই অনেকে রাস্তায় বের হচ্ছেন। দিচ্ছেন নানা অজুহাত।
Leave a Reply