বাবুগঞ্জ প্রতিনিধি ॥ “মুজিব বর্ষে শপথ করি,প্লাস্টিক দূষণ রোধ করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাবুগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ কাজী ইমদাদুল হক দুলাল। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক দুলাল বলেন, পণ্যের ন্যায্যমূল্য ও গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ প্রণয়ন করেছে। আইন প্রণয়নের পাশাপাশি এর যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম বলেন, আইনের যথাযথ বাস্তবায়নের জন্য প্রয়োজন জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের আস্থা অর্জনে আরো বেশি সচেষ্ট থাকবে বলে আমি প্রত্যাশা করি। পণ্য ক্রয়-বিক্রয় ও সেবা প্রদানে যে কোনো অনিয়ম মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। তাই খাদ্যে ভেজাল মিশ্রণ প্রতিরোধে বিশেষ নজরদারি রাখা প্রয়োজন। একই সঙ্গে জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধকল্পে বিভিন্ন ক্ষেত্রে পলিথিন ও প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার রোধ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্স’র চিকিস্যক ডাঃ আশ্রফুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান, কৃষি সসম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রোমাঞ্চ আহমেদ, বাবুগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ জাকির হোসেন, ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ শাহাব উদ্দিন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমূখ।
Leave a Reply