নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে আয়োজিত ” উম্মাহর সংকট উত্তরণে নবীন আলেমদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও নবীন আলেমদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই বলেন – আপনারা যে শিক্ষা অর্জন করেছেন সে শিক্ষার ভিত্তি স্থাপন করেছিলেন আমাদের নবী হযরত মুহাম্মাদ (সাঃ) তিনি এ শিক্ষার মাধ্যমেই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে পরিবর্তন করেছিলেন। সুতরাং এখনও যদি আমরা এ শিক্ষার যথাযথভাবে মূল্যায়ন করতে পারি তাহলে বর্তমানেও ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের চূড়ান্ত পরিবর্তন সম্ভব। দারুল উলুম দেওবন্দ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? দারুল উলুম দেওবন্দ শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠানই নয় বরং একটি ইতিহাস। এ উপমহাদেশে ইংরেজদের দখলদারীত্ব, মুসলমানদের ঈমান-আমল, তাহযিব- তামাদ্দুনকে রক্ষা করা ও মাতৃভূমিকে ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য একদল ঈমানী দক্ষ বাহিনী তৈরি করাই ছিল দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার উদ্দেশ্য। শায়খে চরমোনাই সরকারকে হুশিয়ার করে বলেন -আপনি কওমি স্বীকৃতি নিয়ে তামাশা বন্ধ করুন। অতি শীঘ্রই কওমী সনদের বাস্তবায়নের জন্য যা যা করা দরকার সেটা বাস্তবায়ন করুন। অন্যথায় এদেশের অর্ধ কোটি কওমী মাদরাসার শিক্ষক- শিক্ষার্থীরা এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবে। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দাওয়াহ ও অফিস সম্পাদক এইচ এম সাখাওয়াত উল্লাহ বলেন – কওমী শিক্ষার্থীদের শুধু সনদের স্বীকৃতি দিয়েই সরকারের দায় শেষ করতে পারে না। শিক্ষার্থীদের সনদের স্বীকৃতির যথাযথ বাস্তবায়ন করতে হবে। কওমী শিক্ষার্থীদের পক্ষে সরকারের প্রতি ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির যে ৭ দফা দাবি পেশ করা হয়েছে সে দাবিগুলো অতিসত্বর মেনে নিতে হবে। সর্বোপরি কওমি মাদরাসার স্বকীয়তা বজায় রেখে কওমী শিক্ষার্থীদের মেধা কে সার্বজনীন ও দেশের অগ্রগতির অন্যতমক মূল উপাদান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সকল উদ্যোগ রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভা ও নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ মুহাম্মাদ নাছির আহমাদ কাওছার,
Leave a Reply