ফারহান-উর-রহমান সময়, তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনের চাচঁড়া ইউনিয়নে নির্মানাধীন ৪ তলা আশ্রয়কেন্দ্র কাম-স্কুলের ভবনের কাজ করার সময় মৃত শ্রমীকের ৩ পরিবারকে স্থানিয় সাংসদ আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন ব্যক্তিগত তহবিল থেকে তিনলক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। একই সময় জেলা প্রশাসকের পক্ষে ৬০ হাজার টাকা অনুদান দিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরা। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে দলীয় নেতা-কর্মিদের সাথে নিয়ে এমপি শাওন নিহতদের বাড়ী বাড়ী গিয়ে সমবেদনা জানিয়ে আজীবন তাদের পাশে থাকার আশ^াস দিয়ে এই অনুদান হস্তান্তর করেন। এসময় সাথে ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন, তজুমদ্দিন উপজেলা আ’লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, মিজানুর রহমান ফরিদ, উপজেলা যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু, সম্পাদক আঃ রহমান, মৎস্যজীবি লীগ সভাপতি আলাউদ্দিন জামাল প্রমুখ। উল্লেখ, রবিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার ৮৪নং দক্ষিন পশ্চিম চাঁচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র কাম স্কুল ভবনের নতুন সেফটিক ট্যাংকের ভিতরে নেমে সাঁটারিংয়ের কাঠ-বাঁশ খুলতে গিয়ে চাচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোহাম্মদ আলী মিস্ত্রির ছেলে আলাউদ্দিন (৪০), সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খোকন সাজির ছেলে শামিম (২৫) এবং আব্দুস সামাদের ছেলে রাকিব (২৪)সহ তিন শ্রমীকের মর্মান্তিত মৃত্যু হয়। তারা এমডিএসপি’র (মাল্টিষ্টোরেট ডিজাষ্টার ম্যানেজমেন্ট প্রজেক্ট) আওতায় মেসার্স তমা কনাস্ট্রাকশনের ঠিকাদারী প্রতিষ্ঠানের চারতলা ভবনের ফাউন্ডেশনের নির্মান কাজ করছিল।
Leave a Reply