হৃদয় আহমেদ, লালমোহন প্রতিনিধি ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, নদীমাতৃক বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখার প্রত্যয়ে দেশে সিপিপি’র অনুমোদন দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সিপিপি’র স্বেচ্ছাসেবী কর্মী বৃদ্ধি, সাইক্লোন শেল্টার নির্মাণসহ যুগোপযোগী কার্যক্রম গ্রহণ করায় ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। মঙ্গলবার বিকেলে লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন সিপিপি’র আয়োজনে “ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এসময় ঘূর্ণিঝড়ে সচেতনতা বাড়াতে করণীয় শীর্ষক প্রদর্শনী করে সিপিপি’র কর্মীরা। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা নির্বাহী অফিসার আল নোমান’র সভাপতিত্বে মাঠ মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ভোলা জেলা সিপিপি’র উপ-পরিচালক শাহাবুদ্দিন মিয়া, লালমোহন সিপিপির সিনিয়র সহকারী পরিচালক মুন্সি নুর মোহাম্মদ। পরে উপজেলার রায়চাঁদ ইউনিয়নে কর্তারহাট ক্রীড়া সংস্থার আয়োজনে “বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টূর্ণামেন্ট”এর ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
Leave a Reply