ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নে হতদরিদ্রদের ভিজিডি কার্ডের ব্যাংক একাউন্ট খোলার নামে অতিরিক্ত ২ শত টাকা আদায়ের অভিযোগ উঠছে। ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার ইকড়ি ইউনিয়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের ভিজিডি কার্ডের আওতায় ২ বছরের জন্য বরাদ্ধকৃত ৪৩৩ পরিবারে প্রতিজন-কে ৩০ কেজি করে চাল দেয়া হবে। এ জন্য মঙ্গলবার সকালে উপজেলার ইকড়ি ইউনিয়ন পরিষদের কক্ষে ওই ভিজিডি কার্ডের ব্যক্তিদের ডাচ্বাংলা ভাণ্ডারিয়া শাখার টেলার অফিসার মো: শামীম তালুকদার ব্যাংক একাউন্ট খুলছেন এবং ৩ মাসের সঞ্চয় হিসেবে ৬ শত টাকা ভিজিডি ভাতার কার্ডে জমা নেয়। অপর দিকে ইকড়ি ইউনিয়নের চেয়ারম্যানের একান্ত পিএস পরিচয় দিয়ে স্থানীয় মোঃ খোকন শিকদার গোপন কক্ষে বসে জনপ্রতি অতিরিক্ত ২ শত টাকা আদায় করছেন। অতিরিক্ত ২ শত টাকা কেন নিচ্ছে এ প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, যারা অনলাইন একাউন্ট করছেন তারা নিচ্ছেন। তবে, এ ব্যপারে চেয়ারম্যান সাহেব ভাল বলতে পারবেন। এ বিষয়ে ডাচ্বাংলা ব্যাংক শাখার টেলার অফিসার মো, শামীম তালুকদার জানান, তারা বিনামূল্যে অনলাইনে একাউন্ট খুলে দিচ্ছেন। এ বিষয়ে চেয়ারম্যান মোঃ হুমায়ন কবিরের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বলেন এখানে কোন অনিয়ম নেই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply