দখিনের খবর ডেস্ক ॥ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ১৭ মার্চের সব কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়। নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তারিকুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে নিষেধাজ্ঞা জারি করে এসব কর্মসূচি ঘরোয়াভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন। অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তারিকুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বসুরহাট পৌরসভা কর্তৃক আগামী ১৭ মার্চ বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলা পুলিশের বিশেষ শাখার গত ১৪ মার্চ ২৭৪৭ নম্বর স্মারক সূত্র উল্লেখ করে চিঠিতে বলা হয়, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান থাকায় জাতির জনকের জন্মবার্ষিকীতে জনসমাগমে পুনরায় বিবাদ ও সংঘাত সৃষ্টিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হয়েছে। একই তারিখে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার স্বাক্ষরিত ৩৪৮৫ নম্বর স্মারক সূত্রে উল্লেখ করা হয়, সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনসমাগম এড়িয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে অত্যাবশ্যকীয় নয় এমন জনসমাগম ও সামাজিক অনুষ্ঠান আয়োজনে নিরুৎসাহিত করা হয়েছে। তবে, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে বলা হয়েছে। চিঠির কপি পৌরসভাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
Leave a Reply