সচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসকের নেতৃত্বে নগরীতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
নিজস্ব প্রতিবেদক ॥ জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সাংবাদিকদের বলেন, মাস্ক ব্যবহারে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে এই কর্মসূচি চালানো হয়েছে। জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে। প্রচারণামূলক এ কর্মসূচিতে সাধারণ মানুষকে সচেতন হবার পাশাপাশি অন্যকে সচেতন করতে নিয়মিত মাস্ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।’ নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: মারণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে ১১ হাজারের বেশি মাস্ক এবং পাঁচ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ প্রচার অভিযান চালানো হয়। এতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রমুখ। জানা গেছে, সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল চত্বরে সংক্ষিপ্ত এক পথসভা করে সচেতনতামূলক এ প্রচারাভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় তিনি নিজ হাতে পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেন। এরপর বেশ কয়েকটি দলে ভাগ হয়ে নগরীর সদর রোড, নতুন বাজার, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, চৌমাথাসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে ১১ হাজারের বেশি মাস্ক এবং পাঁচ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সাংবাদিকদের বলেন, মাস্ক ব্যবহারে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে এই কর্মসূচি চালানো হয়েছে। জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে। প্রচারণামূলক এ কর্মসূচিতে সাধারণ মানুষকে সচেতন হবার পাশাপাশি অন্যকে সচেতন করতে নিয়মিত মাস্ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।’
Leave a Reply