আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় একটি কলেজে শিক্ষার্থীদের প্রণোদনা দেওয়ার নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এঘটনা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিলেও তারা মুখ খুলতে সাহস পাচ্ছে না। টাকা নেওয়ার ব্যাপারে কলেজ অধ্যক্ষ বলেন কলেজের উন্নয়নের জন্য টাকা নেওয়া হচ্ছে। নাম না প্রকাশের শর্তে একাধিক শিক্ষার্থী সূত্রে জানা গেছে, উপজেলা সদরে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের সরকার থেকে প্রণোদনা দেওয়ার জন্য কলেজ থেকে প্রত্যয়ন দেওয়া হয়। ওই প্রত্যয়নপত্র দেওয়ার কথা বলে কলেজ কর্তৃপক্ষ প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে ৫০টাকা করে আদায় করছেন। কলেজ থেকে এপর্যন্ত প্রায় ৬শতাধিক শিক্ষার্থী এই প্রত্যয়নপত্র নিয়েছেন। এ সংবাদ জানতে পেরে সংবাদকর্মীরা কলেজে গেলে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের টাকা নেওয়ার রিসিভ দিচ্ছে। এর পূর্বে সোমবার ও রোববার যেসব শিক্ষার্থীরা প্রত্যয়ন নিয়েছেন তাদের কোন রিসিভ দেয়নি। এঘটনা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিলেও তারা মুখ খুলতে সাহস পাচ্ছে না। এব্যাপারে কলেজ অধ্যক্ষ সরদার আকবর আলী সাংবাদিকদের বলেন, কলেজ উন্নয়ন ও কলেজের বিভিন্ন কাজের জন্য এই টাকা শিক্ষার্থীদের কাছ থেকে উত্তোলন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম বলেন, কোন শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply