আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীকে তালাক দেওয়ায় ভাগ্নে ও ভাগ্নিকে দায়ী করে দু’দফায় মারধর ও ভাগ্নির শ্লীলতাহানীর ঘটনা ঘটিয়েছে তালাক দেওয়া স্ত্রীর ছেলে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভাগ্নি রোমানা আক্তার নুপুর বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করলে পুলিশ তালাক দেওয়া স্ত্রী শাহিনা আক্তার সালমা ও তার ছেলে রায়হান মোল্লাকে রাতেই গ্রেফতার করেন। আহত ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের আবদুর রহিম মোল্লার ছেলে নিজাম মোল্লা পারিবারিক অশান্তির কারণে তার স্ত্রী শাহিনা আক্তার সালমাকে কয়েকদিন পূর্বে তালাক দেয়। তালাক দেওয়ার ঘটনায় নিজাম মোল্লার ভাগ্নে শুভ মোল্লা ও ভাগ্নি রোমানা আক্তার নুপুরকে দায়ী করে মঙ্গলবার বিকেলে বাশাইল বাজারের কামরুল ষ্টোরের সামনে বসে প্রথম দফায় মারধর করেন শাহিনা আক্তার সালমা ও তার ছেলে রায়হান মোল্লা। স্থানীয়রা নুপুর ও শুভকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে মঙ্গলবার সন্ধ্যার পরে হাসপাতাল চত্তরে বসে দ্বিতীয় দফায় নুপুর ও শুভকে মারধর করে গুরুতর অবস্থায় ফেলে রাখে। এ সময় রোমানা আক্তার নুপুরের শ্লীলতাহানীর ঘটনা ঘটায় রায়হান মোল্লা। হাসপাতালের লোকজন উদ্ধার করে শুভ মোল্লা ও রোমানা আক্তার নুপুরকে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রোমানা আক্তার নুপুর বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করলে পুলিশ তালাক দেওয়া স্ত্রী শাহিনা আক্তার সালমা ও তার ছেলে রায়হান মোল্লাকে মঙ্গলবার রাতে এসআই মিল্টন গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply