মুলাদী প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মুলাদীতে প্রথম বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য রং তুলিতে বঙ্গবন্ধু নামে ব্যতিক্রম কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) বেলা ১২টায় উপজেলার মুলাদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস এ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রিয়াজ আলমের উদ্ভাবনী ও সৃজনশীল চিন্তাধারা থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে বঙ্গবন্ধুকে চিরস্মরণীয় করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। রিয়াজ আলম ইতোপূর্বে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার, সততা স্টোরসহ বিভিন্ন কর্মসূচি চালু করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুলাদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা শরীফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম জাকিরুল হাসান, উপজেলা দারিদ্র বিমোচন ফাউণ্ডেশনের কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু হানিফ সিকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রিয়াজ আলম, আরিফ খান, নিজাম উদ্দীন খান, চিত্রশিল্পী মহিউদ্দীন আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply