নলছিটি প্রতিনিধি ॥ নলছিটিতে নানান আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমান’র জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার (১৭মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো.সিদ্দিকুর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান,জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, নলছিটি থানা অফিসার ইনচার্জ আলী আহমেদ,যুবলীগ নেতা মামুন তালুকদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. সাখাওয়াত হোসেন,উপজেলা প: প: কর্মকর্তা ডা. শিউলি পারভীন,মুক্তিযোদ্ধা, যুবলীগ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরাগন। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। বক্তারা জাতির পিতার বিভিন্ন গুনাবলীর বিষয়ে আলোকপাত করেন এবং তার জীবনী থেকে শিক্ষা নিয়ে যার যার অবস্থান থেকে তা কাজে লাগানোর আহবান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদ ভবনে নলছিটি উপজেলা আ’লীগের আয়োজনে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply