আমতলী প্রতিনিধি ॥ বরগুনার আমতলীতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা অপর এক আরোহী ও টমটম (টেম্পু) চালক। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনার-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের মহিষকাটা বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে একটি প্রাইভেটকারে করে বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মো. তৌফিক শিকদার (৪০), কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তুহিন মৃধা (৩৫) ও তার ভাই মো. আনোয়ারুল হক (সাগর) পটুয়াখালী যাচ্ছিলেন। পথিমধ্যে আমতলী- পটুয়াখালী- কুয়াকাটা সড়কের মহিষকাটা বাস স্ট্যান্ডের কাছাকাছি পৌঁছালে প্রাইভেটকারটি একটি টমটমকে (টেম্পু) সাইড দিতে যায়। এ সময় বিপরীত দিক পটুয়াখালী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. তৌফিক শিকদার ও তুহিন মৃধা নিহত হয়। এসময় প্রাইভেটকারের অপর আরোহী আনোয়ারুল হক সাগর ও টমটম (টেম্পু) চালক কাইয়ূম গুরুতর আহত হয়েছেন। সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীদের সহায়তায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। এ ছাড়া গুরুতর আহত আনোয়ারুল হক সাগর ও টমটম (টেম্পু) চালককে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, ‘সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক দূর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। গুরুতর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।’
Leave a Reply