বাবুগঞ্জ প্রতিনিধি ॥ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলায় সবত্রই চলছে নির্বাচনী আমেজ। নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে বাবুগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো ১৮ মার্চ। এদিকে বাবুগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়নে আওয়াীলীগ মনোনিত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। দেহেরগতি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন মোঃ মশিউর রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি তিন সহস্রাধিক নেতা-কর্মীদের বহর নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে বাবুগঞ্জ উপজেলা পরিষদে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহমুল হাসিবের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেদ হোসেন স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঃ মান্নান মাষ্টার, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ন-সম্পাদক মোস্তফা কামাল চিশতী, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন, রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরোয়ার মাহমুদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply