পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে তৃতীয় স্ত্রীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় ইউপি চেয়ারম্যান স্বামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। বিচারক আমিরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। তবে মামলার দ্বিতীয় আসামি বাদীর শ্বশুর সৈয়দ আখতারুজ্জামানকে (৬০) শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত। আসামি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু (৩৮) কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কলাপাড়া উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার বিষয়ক সম্পাদক। আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত আসামি মশিউর রহমান শিমু ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে র্দীঘদিন ধরে ফাতেমা আক্তারকে নানাভাবে চাপ দিয়ে আসছেন। বাদী প্রতিকার পেতে গত ১৮ জানুয়ারি পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অপর দুই আসামির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নেননি আদালত। প্রসঙ্গত উল্লেখ্য, অভিযুক্ত সৈয়দ মশিউর রহমান শিমুর বিরুদ্ধে ইতিপূর্বে সন্ত্রাসী কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার মামলায় শিমুকে জেলে যেতে হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগে কারাগারে থাকা অবস্থায় তাকে ইউপি চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করে।’
Leave a Reply