উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো এক কিশোরী। এসময় বিয়ে ভেঙ্গে দিয়ে কণ্যার বাবা আবুল কালাম (৪৯) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মা লতিফা বেগমকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদলত। বৃহস্পতিবার (১৮ই মার্চ) দুপুরে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামের আবুল কালাম ফকিরের মেয়ে (১৬)কে একই ইউনিয়নের গাজিরপাড় গ্রামের নুরানী মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলামের সাথে বিয়ের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের বিচারক হাজির হলে বর ও কাজী কৌশলে পালিয়ে যায়। এসময় বিয়ে ভেঙ্গে দিয়ে কণ্যার বাবা আবুল কালাম (৪৯) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মা লতিফা বেগমকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদলতের বিচারক উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী। আবুল কালামকে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে। উজিরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিয়াউল আহসান ঘটনার সত্যতা স্বীকার করেন।
Leave a Reply