মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
দুই দিনের সফরে আজ বরিশাল আসছেন অতিথি গ্রুপ অব কোম্পানির এমডি লায়ন সাইফুল ইসলাম সোহেল  পিরোজপুর ভান্ডারিয়ার যুব মহিলা লীগ নেত্রী জুথি গ্রেফতার গৌরনদীতে তিন দফা দাবি আদায়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাওয়ায় গৌরনদীতে আনন্দ মিছিল বরিশালের বাকেরগঞ্জসহ চারটি থানা এবং উপজেলায় নাগরিক কমিটি গঠন   আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগেনা-এম. জহির উদ্দিন স্বপন তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ৫ সদস্যের বরিশাল মহানগরে আহ্বায়ক কমিটি গঠন
বাকেরগঞ্জ বার আউলিয়ার দরবারের ৫৬৫তম বাৎসরিক ওরশ মাহফিল।

বাকেরগঞ্জ বার আউলিয়ার দরবারের ৫৬৫তম বাৎসরিক ওরশ মাহফিল।

বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ ঐতিহাসিক বার আউলিয়ার দরবার শরীফের ৩দিন ব্যাপী ৫৬৫তম বাৎসরিক ওরশ মাহফিল আগামী ২৪, ২৫, ২৬ মার্চ ইং ২০২১, বাংলা- ১০, ১১, ১২ চৈত্র ১৪২৭ রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার অর্থাৎ প্রতি বছর দোল পূর্নিমায় শুরু হতে চলছে। বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের দিল্লীর তৃতীয় মুঘল সম্রাট আকবরের শাসনামলে জমিদার আগাবাকের স্মৃতি বিজরিত ৫৬৫ বৎসর পূর্বে পারস্য উপ-মহাদেশ থেকে দক্ষিণ বঙ্গে হযরত মোহাম্মদ (সঃ) এর উত্তরসূরী ১২ জন ওলি আউলিয়া ইসলাম প্রচারের জন্য আসেন এবং ঘাটি স্থাপন করেন আউলিয়াপুর গ্রামে। বিট্রিশ শাসন আমলে তুলাতুলা নদীর পানিতে হোগলায় বসে ভেসে ভেসে উদয় হয়েছিলেন হযরত কালু শাহ দেওয়ান (রা:)। অলৌকিক কির্ত্তীর মধ্যে উল্লেখযোগ্য সাথে থাকা একটি চাকু। বিটিশ শাসন আমলে মাজারের নাম করণ করা হয় হযরত কালু শাহ দেওয়ান (রা:) মাজার শরীফ। প্রতিবছর চৈত্র মাসের শেষের দিকে অর্থাৎ দোল পূর্ণিমায় বার আউলিয়ার দরবার ও হযরত কালু শাহ দেওয়ান (রা:) মাজারে বাৎসরিক ৩দিন ব্যাপী ওরশ মাহফিলে স্থানীয় ভক্ত সহ দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত অগনিত মুরীদান, আশেকান, ভক্ত দর্শনার্থীদের আগমন ঘটে। আশেকান, মুরীদান ও ভক্তবৃন্দের দান-সদকা নিয়ে আসেন খাস নিয়তে দোযাহানের অশেষ নেকী হাসিল ও সকল কষ্ট, বিপদ-আপদ মুক্তি পাওয়ার লক্ষ্যে। ৩দিন ব্যাপী থাকা খাওয়ার সুব্যবস্থা সহ চলে মারফতি, ভান্ডারী, মুর্শীদি, কাওয়ালী, লালন গীতি, কালাম, আল্লাহ্ ও রাসূলের সানসহ বিভিন্ন পালা গানের আসরে আনন্দ উল্লাাসে মুখরিত থাকে এই দরবার ও মাজারটি। এছাড়াও মহিলাদের জন্য আলাদাভাবে থাকা-খাওয়ার সুব্যবস্থা আছে। ওরশ মাহফিলের এ্যাডহক ১১ সদস্য বিশিষ্ট কমিটি আহ্বায়ক রঙ্গশ্রী ইউনিয়নের ইউ.পি চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন সিকদার, দরবারের ভারপ্রাপ্ত খাদেম সালাম ফকির ও হযরত কালু শাহ দেওয়ান (রা:) মাজার শরীফের গদিনিশি সাকিব দেওয়ান। ৩দিন ব্যাপী ওরশ মাহফিল পূর্বের মত সুন্দর সুষ্ঠ শান্ত মনোরম পরিবেশে পরিচালনা করবেন বলে আশ্বাস ব্যক্ত করেন সাংবাদিকদের কাছে। পবিত্র বার আউলিয়ার দরবারের স্থায়ী কমিটি করার জন্য সাবেক মোতয়াল্লি সহ খাদেমদবৃন্দ অভিযোগ দখিল করেন বাংলাদেশ ওয়াকফা এস্টেট এর মহা পরিচালকের কছে। ওয়াকফা এস্টেট এর পরিচালক দরবারের তদন্তের ভার দেন বরিশাল জেলা প্রশাসন (ডিসি) এর কাছে। বরিশাল জেলা প্রশাসন হাওলা করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে। নির্বাহী অফিসার দায়িত্বে দেন সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামকে। তরিকুল ইসলাম ও বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তদন্তের জন্য বার আউলিয়ার দরবারে আসেন। দরবারের এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাক্ষ্য প্রামানে প্রমানিত হয় পবিত্র বার আউলিয়ার দরবার শরিফ। সহকারী কমিশনার (ভুমি) ও অফিসার ইনচার্জ দরবার ও দরবারের জামে মসজিদের জন্য একটি অস্থায়ী কমিটি গঠন করেন। অস্থায়ী কমিটির সভাপতি সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম ও সাধারন সম্পাদক সাবেক মোতয়াল্লীর বড় ছেলে হাজ¦ী মোঃ হারুন খলিফা। অস্থায়ী কমিটির সাধারন সম্পাদক হাজ¦ী মোঃ হারুন খলিফা জানান স্থানীয় গন্য মান্যের সাক্ষ্যরে প্রমানিত বার আউলিয়ার দরবার শরিফের অস্থায়ী কমিটির সাধারন সম্পদাক আমাকে বানিয়েছেন সরকার। প্রতি বছরের মত এ বছরও সুন্দর, সুষ্ঠ ও শান্ত পরিবেশে এই ওরশ মাহফিল অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দরবারের সভাপতি বরিশাল জেলা প্রসাশক মোঃ জসিম উদ্দিন জানান সুষ্ঠ ও শান্ত মনোরম পরিবেশে তিন দিন ব্যাপি ওরশ মাহফিল চলবে। উপজেলা নির্বাহী অফিসার, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ও রঙ্গশ্রী ইউনিয়নের চেয়ারম্যান কে ৬ জন গ্রাম্য চৌকিদার দিতে বলেছি তিন দিন ব্যাপি ওরশ মাহফিল করার জন্য বার আউলিয়ার দরবারে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম এর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, পূর্বের মতই সুন্দর, সুষ্ঠ ও শান্ত পরিবেশে এই ওরশ মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, প্রশাসনিক তৎপরতা অব্যহত থাকবে এই ওরশ মাহফিলে। বার আউলিয়ার দরবার ও হযরত কালু শাহ দেওয়ান (রা:) মাজারের গত বৎসরের মত এ বৎসরও সুন্দর সুষ্ঠ ও শান্ত মনোরম পরিবেশে অনুষ্ঠান পরিচালনা করার জন্য প্রশাসনিক সহযোগিতা কামনা করছে গদিনিশি সহ খাদেমবৃন্দ ও এলাকাবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com