নুরুল্লাহ আল আমিন, পিরোজপুর জেলা প্রতিনিধি ॥ পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে পাঁচ দিন ব্যাপী বিসিক শিল্প মেলা বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ এম এ হাকিম হাওলাদার, জেলা বিসিক এর সহকারী পরিচালক জনাব মহিউদ্দিন আকন প্রমুখ। এসময় বক্তারা বলেন, পিরোজপুরের স্বরূপকাঠিতে যেমন ক্রিকেটের ব্যাট শিল্প ও নারকেল সোপলা দিয়ে বিভিন্ন প্রকার পন্য সামগ্রি তৈরি করে বাজার জাত করা হচ্ছে ঠিক তেমনি ভাবে পিরোজপুরের উদ্যোগক্তাদের শিল্প প্রতিষ্ঠান করতে এগিয়ে আসার আহবান জানান। বক্তারা আরও বলেন, পদ্মা সেতু উন্মুক্ত হলে পিরোজপুরে শিল্প কারখানা গড়ে ওঠার অপার সম্ভাবনা দেখা দেবে। বেকারদের উদ্দেশ্যে বক্তারা বলেন, চাকরির পিছনে না ছুটে ছোট ছোট কুটির শিল্প তৈরি করে সাবলম্বি হওয়ার আহবান জানান।
Leave a Reply