গৌরনদী প্রতিনিধি ॥ ১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কাজী গোলাম মাহবুব (ছরুকাজী)’র ১৫তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে ভাষা সৈনিকের জন্মভূমি বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামে তার কবরে আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে পুস্পার্ঘ অর্পণ, দিনভর কোরানখানি, স্মরনসভা ও মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে। জানা গেছে, ভাষা সৈনিক এ্যাডভোকেট কাজী গোলাম মাহবুব (ছরুকাজী) ১৯২৭ সালের ২৩ডিসেম্বর গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা কাজী আবদুল মাজেদ ছিলেন শের-ই বাংলা একে ফজলুল হকের অতি ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ও এ অঞ্চলের তৎকালিন কৃষক আন্দোলনের নেতা। কাজী গোলাম মাহবুব (ছরুকাজী) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ১৯৪৮ সালে ভাষা আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহন করেন। ওই বছরের ১১মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অনুষ্ঠিত হরতাল কর্মসূচীতে পিকেটিং করতে গিয়ে তিনি গ্রেফতার হয়ে কারাবরন করেন। ১৯৫২ সালের ২৭জানুয়ারি পল্টনের জনসভায় তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ ঘোষণা দিলে নতুন করে ভাষা আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে তিনি সর্বদলীয় সভার আয়োজন করেন। ওই সভায় তাকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক করা হয়। ৫২-র ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করায় তৎকালীন পাকিস্তানের প্রশাসন তার ওপর হুলিয়া জারি করে। ২০০৬ সালের ১৯ মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ও দেশের বরেন্য রাজনীতিক, বিশিষ্ট আইনজীবি কাজী গোলাম মাহবুব (ছরুকাজী) রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভাষা সৈনিকের পরিবার সূত্রে জানাগেছে, তার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ভাষা সৈনিকের মাজারে পুস্পার্ঘ অর্পন, দিনভর কোরানখানি, স্মরনসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
Leave a Reply