বিনোদন ডেস্ক ॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী তথা ২৬ মার্চের মধ্যেই ভারতীয় অংশের শুটিং শেষ করতে চেয়েছিলেন ‘বঙ্গবন্ধু’ ছবির পরিচালক শ্যাম বেনেগাল। তবে আপাতত সেটি হচ্ছে না। বহুল কাক্সিক্ষত এ ছবিটির জন্য আরও একটু সময় দরকার। তাই আগামী ৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে এর শুটিং সিডিউল। আর এতে অংশ নিতে বেশ কয়েকজন শিল্পী আবারও যাচ্ছেন মুম্বাইয়ের ফিল্ম সিটিতে। আগামী ৩১ মার্চ কাটা হয়েছে বিমানের টিকিট। বিষয়টিনিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। এর আগে নির্মাতা শ্যাম বেনেগাল ২৬ মার্চের আগেই মুম্বাইয়ে চলা শুটিং শেষ করতে চাইছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। তবে সেটা আর হচ্ছে না। জানা যায়, ৮ এপ্রিল পর্যন্ত ছবির প্যাচওয়ার্কসহ মুম্বাই ফিল্ম সিটির পুরো কাজ শেষ হবে। এতে চলচ্চিত্রটির প্রধান চরিত্র আরিফিন শুভ, নুসরাত ফারিয়াসহ অনেকেই অংশ নেবেন। এরপর এর শুটিং হবে বাংলাদেশে। শেখ মুজিবুর রহমান যে বিশাল ও ঐতিহাসিক জনসভাগুলো করেছেন, সেটা অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা হবে। এরপরই ছবিটি মুক্তির জন্য প্রস্তুত হবে। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে আছেন নুসরাত ফারিয়া। এ ছাড়া তাজউদ্দীন আহমেদ চরিত্রে রিয়াজ আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)। ছবিটি ২০২১ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা দুই রাষ্ট্রের। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি হতে যাচ্ছে এ পর্যন্ত সবচেয়ে বড় ক্যানভাসের কাজ।
Leave a Reply