নিজস্ব প্রতিবেদক ॥ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশালে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নগরীর সদর রোডে মাস্ক বিহীন জনগণের মাঝে প্রায় ১ হাজার মাস্ক বিতরণ করা হয়। তবে মাস্ক বিহীন কাউকে কোনো দন্ড দেয়া হয়নি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীরের নেতৃত্বে এবং মেট্রো পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, সাম্প্রতিক সময়ে সারা দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত নগরীর সদর রোডে জনসচেতনতামূলক প্রচার-প্রচারনা চালায়। এ সময় জনগনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং জনগনের মাঝে বিনামূল্যে প্রায় ১ হাজার মাস্ক বিতরন করা হয়। মাস্ক বিহীন জনগনকে সতর্ক করে দেয়া হয়। তবে কাউকে আর্থিক দন্ড দেয়া হয়নি। জনস্বার্থে প্রচারণামূলক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply