গৌরনদী প্রতিনিধি ॥ ভূমি অফিসের কর্মকর্তাদের সাক্ষর জালকরে ভুয়া খতিয়ান তৈরির অভিযোগে বরিশালের গৌরনদী থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুক হোসেন মৃধা (৫৩) নামের ইউপি সদস্য পদপ্রার্থী এক প্রতারককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের ইছুব আলী বেপারীর মেয়ে নারগিছ বেগম (৩৫) বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলা ভূমি অফিসে এসে ওই অফিসের নাজির মোঃ আলাওল হোসেনের হাতে জেএল ৭৩ নং উত্তর বিজয়পুর মৌজার এসএ ১৩৩ নং খতিয়ান এবং জেএল ২১ নং কমলাপুর মৌজার বিএস ৭৮২ নং খতিয়ানের দুটি পর্চা দিয়ে অফিসের রেকর্ডের সাথে ওই পর্চা দুটির মিল আছে কিনা তা যাচাই করে দেখার অনুরোধ করেন। পর্চা দুটি পর্যালোচনা করে নাজির আলাওল হোসেন দেখতে পান অফিসের তথ্যের সাথে পর্চা দুটির তথ্যের কোন মিল নেই। পর্চা দুটি কে সরবরাহ করেছে জানতে চাইলে নারগিছ বেগম জানান একই ইউনিয়নের ইল্লা গ্রামের মৃত চেয়ার আলী মৃধার ছেলে মোঃ ফারুক হোসেন মৃধা তাকে পর্চাদুটি দিয়েছেন। নাজির আলাওল হোসেন তখন ঘটনাটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান প্রিন্সকে অবহিত করেন। তিনি গৌরনদী মডেল থানা পুলিশের সহয়তায় ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা ভূমি অফিসের ক্যাম্পাস থেকে জাল পর্চাদুটি ও কিছু ভূয়া কাগজপত্রসহ মোঃ ফারুক হোসেন মৃধাকে গ্রেফতার করেন। এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ আলাওল হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার রাতে প্রতারক মোঃ ফারুক হোসেন মৃধা ও তার আরো ২/৩ জন সহযোগীকে আসামী করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতারক মোঃ ফারুক হোসেন মৃধা ও তার ২/৩ জন সহযোগী মিলে দীর্ঘদিন ধরে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষর জালকরে জমি-জমার ভূয়া নামজারি খতিয়ান ও ভূয়া কাগজপত্র তৈরি করে এলাকার সাধারন মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তাদের প্রতারনার শিকার হয়েছেন নারগিছ বেগম নামের ওই নারী। গ্রেফতার হওয়া ফারুক হোসেন মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা নিশ্চিত হয়েছি যে, ফারুক মৃধা ও তার সহযোগীরা মিলে উপজেলা ভূমি অফিস থেকে সরবরাহকৃত আসল পর্চা ও কাগজপত্র থেকে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের স্বাক্ষর ও সিল স্ক্যানের মাধ্যমে কম্পিউটারে সংরক্ষন করে রেখেছে। পরবর্তিতে ওই সিল ও স্বাক্ষর ব্যাবহার করে জব্দকৃত পর্চা দুটিসহ অসংখ্য জাল পর্চা তেরী করেছে। আমার ধারনা ফারুক হোসেন মৃধাকে ঘীরে বড় একটি প্রতারক চক্র গড়ে উঠেছে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের দেয়া তফসিল অনুযায়ী প্রথম ধাপে অনুষ্ঠিত হতে চলা ইউপি নির্বাচনে প্রতারক মোঃ ফারুক হোসেন মৃধা গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদপ্রার্থী হয়েছেন।
Leave a Reply