গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত গোলাম মোস্তফার পাঁকা বাস ভবনে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে বেঁধে রেখে সংঘবদ্ধ ডাকাত দল ঘর থেকে নগদ টাকা এবং স্বর্নালঙ্কারসহ ১২ লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাত কবলিত পরিবার সূত্রে জানাগেছে, ওই আওয়ামী লীগ নেতার উপজেলার পূর্ব সমরশিংহ গ্রামের পাঁকা বাস ভবনের জানালার গ্রীল কেটে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সংঘবদ্ধ একটি ডাকাত দলের দুই সদস্য ভবনের ভেতরে ঢোকে। এরপর তারা ঘুমিয়ে থাকা গৃহকর্তা সেরনিয়াবাত গোলাম মোস্তফাকে অস্ত্রের মূখে জিম্মি করে। এক পর্যায়ে তারা গৃহকর্তার হাত-পা ও চোখ-মুখ বেধে ফেলে তাকে বেদম মারধর ও ঘরের মালামাল তছনছ করে। এরপর তারা আওয়ামী লীগ নেতার ওএমএস ডিলারের পন্য বিক্রি থেকে পাওয়া নগদ ৭ লাখ ৭৫ হাজার টাকা ও স্ত্রীর ব্যবহৃত সাড়ে ৭ ভড়ি স্বর্নালঙ্কার লুট করে নিয়ে যায়। যার মোট মুল্য ১২ লক্ষাধীক টাকা। ডাকাতির খবর পেয়ে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে একদল পুলিশ গতকাল শুক্রবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এএসপি সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে র্যাব-৮ এর একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করে। গৃহকর্তা সেরনিয়াবাত গোলাম মোস্তফা জানান, ডাকাতিকালে ডাকাত দলের দুই সদস্য ভবনের ভেতরে ঢুকলেও সশস্ত্র অবস্থায় আরো ৭/৮জন ডাকাত ভবনের বাইরে অবস্থান করছিল। এ সময় পাশের রুমে আমার দুটি রুমে আমার স্ত্রী, ছেলে ও ছেলের বৌ ঘুমিয়ে ছিল। ডাকাত দল ওই রুম গুলোতেও ঢোকেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ওই ভবনের গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। ডাকাতি করতে হলে ৫এর অধিক লোক থাকতে হয়। ওখানে মাত্র দু’জন লোক ভবনের ভেতরে ঢুকে ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply