কৃষ্ণ কান্ত দাস, স্বরূপকাঠি প্রতিনিধি ॥ টান টান উত্তেজনা বিরাজ করছে ৫ নং জলাবাড়ীর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে। চেয়ারম্যান প্রার্থী কিংবা মেম্বার প্রার্থী সকলের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। স্থানীয় রাজনীতির মাঠে দারুণ জমে উঠেছে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে।সময়ের আলোচিত ও শান্তি প্রিয় নেতা হিসেবে বিগত দুই টার্ম প্রার্থী হয়েছে। কিন্তু প্রতিবারই মহানুভবতা দেখিয়ে প্রত্যাহার করে নিয়েছেন স্থানীয় নির্বাচন থেকে। কিন্তু সময়ের পরিবর্তনের পাশাপাশি বর্তমান মেম্বার প্রার্থী সমাজ সেবা করে একজন পাকাপোক্ত মানুষ হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছে। আর সেই আলোকে এলাকার বেশির লোকজন পরিবর্তনের আশায় নুতন করে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। আর আমরাও সেই জনপ্রিয় ও শান্তি প্রিয় সমাজ সেবকের নাম বলছিলাম প্রিয় পাঠকের জন্য। গনপতিকাঠী গ্রামের বাসিন্দা প্রয়াত সুধীর রঞ্জন মন্ডলের সুযোগ্য পুত্র বর্তমান মেম্বার প্রার্থী সদানন্দ মন্ডলের কথা। এ ব্যপারে ৯ নং ওয়ার্ডের বহু বাসিন্দারা গণ মাধ্যম কর্মী দের জানান,বর্তমান সময়ে আমাদের এলাকায় একজন সমাজ সেবক বলা যায় নিঃসন্দেহে। গত করোনর দুঃসময়ে নিজস্ব তহবিল থেকে এলাকার বহু পরিবারকে সাহায্য সহযোগিতা করে একটা নজির স্থাপন করে। পাশাপাশি একজন শিক্ষানুরাগী হয়ে বহু স্কুলে উন্নয়নের জন্য নগত অর্থ প্রদান করেও দারুণ সুনাম অর্জন করেছে। বাদ যায়নি মসজিদ ও মন্দিরের সাহায্যও।এমনকি বর্তমান মেম্বার না হয়েও নিজস্ব তহবিল থেকে এলাকার বহু রাস্তা ঘাটের উন্নয়ন করতে ভুল করেনি সদানন্দ মন্ডল। অবশ্য ভিন্ন কথা বলেন বহু প্রবীণ শিক্ষক ও সুশীল সমাজের লোকজন একান্ত আলাপ চারিতায়।অকপটে স্বীকার করেন বর্তমানে আমাদের ওয়ার্ডের মধ্যে সদানন্দ মন্ডলের বিকল্প নেই। বিগত সময়ের সকল কাজ কর্মের যাছাই বাছাইয়ের মধ্যে সবচেয়ে সফল একজন সমাজ সেবক। এ ব্যপারে কথা হয় বর্তমান মেম্বার প্রার্থী সদানন্দ মন্ডলের সাথে। মিডিয়ার সাথে খোলামেলা সাহসী উচ্চারণ করেন সময়ের আলোচিত ও শান্তি প্রিয় নেতা সদানন্দ মন্ডল। আমি একজন মানুষ আর মানুষের খেদমত করা আমার অন্যতম কাজ। আসলে আমি বরাবরই মানবতার কল্যানে নিজেকে উজাড় করে দিতে চাই। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানবতার সেবা করে যাবো সৃষ্টি কর্তার নাম নিয়ে। মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন আমি ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে আছি এবং আগামীর জন্যও থাকবো সকলের আর্শীবাদ নিয়ে।
Leave a Reply