নিজস্ব প্রতিবেদক ॥ ‘বিতর্ক জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ন সহায়ক। আগামীর নেতৃত্ব সৃষ্টি করতে বিতর্কের বিকল্প নেই। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সকল চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী নেতৃত্ব গড়ে তুলতে হবে। বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক উৎসব সেই কাজটি করছে’। বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্কের বরিশাল বিভাগীয় উৎসবে অতিথিরা উপরোক্ত কথা বলেন। গতকাল শনিবার দিনভর বরিশাল বিভগীয় উৎসব অনুষ্ঠিত হয় নগরীর আছমত আলী খান (একে) ইনষ্টিটিউশনে। জেলা পর্যায়ের সেরা বিতার্কিকদের ক্ষুরধার যুক্তি, চুলচেরা বিশ্লেষন ও প্রানবন্ত বিতর্কে উৎসবমুখর ছিল আছমত আলী খান (একে) ইনষ্টিটিউশনে মিলনায়তন। এ উৎসবের উদ্বোধনী ও সমাপনি পর্বের অতিথিরা আরো বলেন, বিজ্ঞান মনস্ক জাতি গঠনে সংবিধানে বিজ্ঞান শিক্ষাকে আবশ্যক হিসাবে সংযোজন করা প্রয়োজন। বিজ্ঞান ভিত্তিক বিতর্ক শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলে। বিজ্ঞান নিয়ে বিতর্ক উন্নত বাংলাদেশ গঠনের জন্য অপরিহার্য। কারন বিজ্ঞান সত্য ও সুন্দরের পথ দেখায়। বরিশাল বিভাগীয় উৎসবে বিভাগের ৪ জেলার ৪টি বিদ্যালয়ের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কে.এম লতিফ ইনষ্টিটিউশন। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা আতিয়া রহমান তানহা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন। বিকালে সমাপনি পর্বে প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ক্রেষ্ট তুলে দেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস। এর আগে সকাল ১০টায় বিতর্ক উৎসবের উদ্বোধন করেন বিতর্ক সংগঠক বিএম কলেজের সহযোগী অধ্যাপক মো. আখতারুজ্জামান খান। অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির চিফ মরডাররেটর মো. তানভীর কায়সার, বিএম কলেজের সহযোগী অধ্যাপক তপন কুমার সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভংকর চক্রবর্তী, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্না সাহা, কে.এম লতিফ ইনষ্টিটিউশনের সহকারী শিক্ষক মোসাম্মৎ আয়েশা খানম, ঝালকাঠী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরে আলম। উদ্বোধনী ও সমাপনি পর্বে সভাপতিত্ব করেন সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি। বরিশাল বিভাগীয় উৎসবে অংশ নেয় ঝালকাঠী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কে.এম লতিফ ইনষ্টিউটিউশন (পিরোজপুর), পটুয়াখালীর শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
Leave a Reply