মো: লুৎফুল হাসান রানা, কলাপাড়া প্রতিনিধি ॥ কলাপাড়ার লালুয়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের ঝুঁকিপূর্ণ গাছকাটাকে কেন্দ্র করে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মোসলেহ উদ্দিনকে পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার শেষ বিকেলের ঘটনায় গুরতর আহত মোসলেহ উদ্দিনকে বিদ্যুৎ অফিসের লোকজনসহ স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। হামলায় জড়িত পিতা-পুত্রের নামে কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ অফিসের নির্দেশ বিদ্যুৎ সঞ্চালন লাইনের সুরক্ষার জন্য শুক্রবার শেষ বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়ায় গাছকাটার জন্য যায় মোসলেহ উদ্দিন। এসময় গাছকাটাকে কেন্দ্র করে গাছ মালিক জাহাঙ্গীর আকন তার সাথে তর্ক জড়িয়ে এক পর্যায়ে তার উপর আক্রমণ করে বসেন। ছেলে সজিব আকনও এতে যোগ দেয়। উপস্থিত স্থানীযরা তাদের থামানোর চেষ্টা করলেও মোসলেহউদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক পলাশ জানান, মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন রয়েছে। কলাপাডা পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী মহা পরিচালক (এজিএ) আরিফুল হক শামীম জানান, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলাকারী দুইজনের নামে কলাপাডা থানায মামলা দায়ের করা হয়েছে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ৬ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের চেষ্টা চলছে।
Leave a Reply