বাউফল প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফলে ভোট কেন্দ্র পুর্নবহালের দাবীতে মানবন্ধন করেছেন কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশার এলাকাবাসী। শনিবার বেলা ১১ টায় নারায়ন পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।এতে কয়েকশত নারী-পুরুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে অংশ নেয়া ওই ইউনিয়নের সাবক দুই চেয়ারম্যান গোলাম সরোয়ার জাহাঙ্গীর ও মিজানুর রহমান হিরোন কেন্দ্রটি পুর্নবহালের দাবী জানিয়ে বলেন, স্বাধীনতার পর থেকে এই এলাকার মানুষ নারয়নপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়ে আসছিল। একটি মহল তাঁদের স্বার্থ হাসিলের জন্য এ বছর কেন্দ্রটি স্থানান্তর করে ৫ কিলোমিটার দুরে কুম্ভখালী কাঠীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে যায়। বিষয়টি অবহিত হওয়ার পর গত ১৬ মার্চ কেন্দ্রটি পুর্নবহালের জন্য প্রধান নির্বাচন কমিশন বরাবরে আবেদন করা হয়েছে। এ সময়ে কেন্দ্রটি পুর্নবহাল করা না হলে এলাকাবাসী ভোট বর্জন করবেন বলে হুশিয়ারি দেন তাঁরা। মানববন্ধনে অংশ নেয়া আশিউর্ধো একজন ভোটার নারয়নপাশার আঃ রহিম আক্ষেপ করে বলেন, বাবারে শেষ বয়সে আমাগো এই কেন্দ্রডায় (নারায়নপাশা কেন্দ্রে) আর একবার ভোট দিয়া মরতে চাই। আমাগো বাপ-দাদারাও এই কেন্দ্রে ভোট দিয়া গেছে। এখন যেইখানে (স্থানান্তরের পর) কেন্দ্র নেওয়া হইছে হেদ্দুর(অতদুর) যাইয়া এই বুড়া বয়সে ভোট দেওয়া সম্ভব না।উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল কনকদিয়া ইউনিয়নসহ এ উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply