সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি ॥ বানারীপাড়ায় জেলা পুলিশের উদ্যোগে “পুলিশ বাড়িয়েছে সেবার হাত, করোনা নিপাত যাক” কিংবা “আসছে রে ভাই নতুন ঢেউ, মাস্ক বিনা বের না হই কেউ” এ শ্লোগানে করোনার ২য় ঢেউ মোকাবেলায় পুলিশের সক্রিয় অংশগ্রহণে প্রচার-প্রচারণা, ফেস মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।। রবিবার (২১ মার্চ) বেলা ১১টায় বরিশাল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদারের নেতৃত্বে বানারীপাড়া ফেরিঘাট থেকে শুরু করে ফলপট্টি, হরিমন্দির, আলফাস্ট্যান্ড ও বাসস্ট্যান্ডসহ পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রম চলে। দুপুর ১টা পর্যন্ত চলা এ কার্যক্রমে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব রোধকল্পে জনসাধারণকে স্বাস্থ্যবিধি সুরক্ষায় ফেসমাস্ক ও লিফলেট বিতরণ এবং মাস্কবিহীন পথচারীদেরকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য হ্যান্ড মাইকিং করে পরামর্শ দেওয়া হয়। এছাড়াও মাস্কবিহীন পথচারীদেরকে পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মেদ, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
Leave a Reply