পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুর জেলা পুলিশ দ্বিতীয় ধাপের করোনা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে র্যালী, মাস্ক ও লিফলেট বিতরণ এবং পথসভা করেছে। গত রোববার শহরের বঙ্গবন্ধু চত্বরে থেকে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর নেতৃত্বে জেলা পুলিশের আয়োজনে সচেতনতামূলক র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে এক পথসভায় মিলিত হয়। পথসভায় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, দ্বিতীয় ধাপে করোনা মোকাবেলার জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে হবে। কারো মধ্যে করোনার উপশম দেখা দিলে করোনা পরীক্ষা করে হোম কোয়ারাইন্টেনে থাকতে হবে। যদি হোম কোয়ারাইন্টেনে শারিরিক অবস্থা খারাপ মনে হয় তাহলে দ্রু হাসপাতালে ভর্তি হতে হবে। সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, বাজারের বিক্রেতা ও ক্রেতা, সাধারণ পথচারীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে এবং সকলে নিজ নিজ জায়গা থেকে ‘নো মাস্ক নো সার্ভিস’ সিস্টেম মেনে চলতে অনুরোধ করেন পুলিশ সুপার। তিনি বলেন, বিগত দিনের মত পুলিশের সকল সদস্য আপনাদের পাশে সার্বক্ষনিক ভাবে উপস্থিত থাকবে। পরে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সাধারণ পথচারীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল আহসান, সদর থানার ওসি নুরুল ইসলাম বাদলসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply