বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু দুই দিনের সফরে আজ বরিশাল আসছেন অতিথি গ্রুপ অব কোম্পানির এমডি লায়ন সাইফুল ইসলাম সোহেল  পিরোজপুর ভান্ডারিয়ার যুব মহিলা লীগ নেত্রী জুথি গ্রেফতার গৌরনদীতে তিন দফা দাবি আদায়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাওয়ায় গৌরনদীতে আনন্দ মিছিল বরিশালের বাকেরগঞ্জসহ চারটি থানা এবং উপজেলায় নাগরিক কমিটি গঠন   আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগেনা-এম. জহির উদ্দিন স্বপন তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ‘টকিংগ্লাস’ আবিষ্কার করলেন ববি শিক্ষার্থীরা

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ‘টকিংগ্লাস’ আবিষ্কার করলেন ববি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক ॥ দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জন্য ‘টকিংগ্লাস’ আবিষ্কার করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্নাতকোত্তর তিন শিক্ষার্থী ও দুই জন শিক্ষক। এই নতুন উদ্ভাবনের অনুরূপ কোনো ডিভাইস বা প্রযুক্তি, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত আবিষ্কার হয়নি বলে দাবি করেছেন তারা। পাশাপাশি বাংলাদেশ সরকারে আইসিটি বিভাগের এটুআই’র ডিজেবিলিটি চ্যালেঞ্জ ফান্ডে ২০১৮ সালে এই প্রকল্পটি গৃহীত হয়। এরপর টানা দুই বছর পরীক্ষা-নিরীক্ষা শেষে এই প্রযুক্তির কার্যকারী ব্যবহারে সফল হন বিশ্ববিদ্যালয়ের গবেষক টিম। টিম ‘টকিংগ্লাস’র গবেষক টিমের সুপারভাইজার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল বলেন, দুই জন শিক্ষক ও ৩ জন ছাত্র মিলে মোট পাঁচজনের একটি টিম ‘টকিংগ্লাস’ নামে আটুআইতে অ্যাপ্লাই করেছিলাম। এরপর এটুআই থেকে ফান্ড পাওয়ার পরে আমরা দীর্ঘদিন কাজ করে এখন আমরা চুড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। ‘টকিংগ্লাস’ ছয়টি ফিচার নিয়ে কাজ করছে। এখন এটাকে আরও ব্যবহার উপযোগী করার চেষ্টা চলছে। তিনি বলেন, বায়োলজিক্যাল চক্ষু দেওয়া সম্ভব না, কিন্তু অন্ধ ব্যক্তি এই চশমা পরে যেকোনো কিছু পরতে পারবে। অন্ধ ওই ব্যক্তির অবস্থানের লোকেশন, দিক-নির্ধারণ করে বলে দেবে চশমাটি। এছাড়া রাস্তার হাঁটার সময় সামনে কিছু থাকলে দূরত্বসহ বলে দেবে, ব্যক্তির পরিচয়, টাকার নোটের মান বলে দেবে। প্রাথমিকভাবে ছয়টা ইস্যু আমরা সংযুক্ত করেছি, যেটা এটুআই’র সঙ্গে কথা ছিলো। তবে, অন্ধদের আরও যত ধরনের চ্যালেঞ্চগুলো রয়েছে পর্যায়ক্রমে তার সবগুলোই এটাতে যুক্ত করার চিন্তাভাবনা ও চেষ্টা রয়েছে আমাদের। তিনি বলেন, ক্যামেরাসহ বিভিন্ন ধরনের সেন্সর রাখা হয়েছে এই চশমার মধ্যে। এটা সাধারণ চশমার মতোই দেখতে হবে এবং বিভিন্ন ধরনের প্রসেসিং উপাদান থাকবে। আর্টিফিশিয়াল থিংকিং ইন্টিলিজেন্স অ্যাপ্লাই করেছি আমরা। আমাদের লক্ষ্য হচ্ছে একজন অন্ধ মানুষ যেন সাধারণের মত সবকাজ করতে পারেন। আমরা চশমাটি স্থানীয় ব্লাইন্ড স্কুলের শিক্ষকসহ আরও কিছু লোক দিয়ে টেস্ট করেছি, তারাও এটা নিয়ে আশাবাদী। এখন অ্যালুমিনিয়াম ফ্রেমে স্থানীয় প্রোডাক্টগুলো আমরা এখানে সংযুক্ত করেছি। তবে, প্লাস্টিক ও কাচের ফ্রেমে এবং ফিনিশিং প্রোডাকশনে যেতে হলে বড় কোনো কোম্পানির সঙ্গে আলোচনা করতে হবে। জানা গেছে, ‘টকিংগ্লাস’ অন্ধ মানুষের জন্য একটি লাইভ শোনার যন্ত্র যা ব্যক্তির সামনে সব ধরনের লেখা পড়তে পারে, যেকোনো বস্তু শনাক্ত করতে পারে। উদ্ভাবকরা এই ডিভাইসটিকে ‘টকিংগ্লাস’ নামকরণ করেছেন। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ‘টকিংগ্লাসে’। ব্যবহারকারীরা এটা গগলস বা চশমা হিসেবে ব্যবহার করবেন। চোখের সামনে লেখার ওপর দৃষ্টি নিধারণ করা চশমায় সংযুক্ত থাকবে ক্যামেরা। ডিভাইসটি একটি স্থির চিত্র নিয়ে তাৎক্ষণিকভাবে চিত্রের লেখা ব্যবহারকারীকে পড়ে শোনাবে। একজন স্বাভাবিক মানুষ যেভাবে বই পড়তে পারেন ঠিক একইভাবে উপযুক্ত গতিতে শুনতেও পারবেন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যবহারকারী। ভয়েস কমেন্টের মাধ্যমে ছবি সংক্রান্ত যেকোনো তথ্য সেভ করে রাখা যাবে। এই চশমা ব্যবহারকারীর সামনে কোনো ব্যক্তি বা বস্তু থাকলে নামসহ শনাক্ত করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে তা জানিয়ে দেবে ব্যবহারকারীকে। প্রাথমিকভাবে ‘টকিংগ্লাসটিতে’ মোট ছয়টি ফিচার যুক্ত করা হয়েছে। ফিচার ছয়টি হল, অপটিক্যাল ক্যারেক্টার রিকোগনিশন (ওসিআর), ফেস রিকোগনিশন, অবজেক্ট ডিটেকশন, অবজেক্ট রিকোগনিশন, কারেন্সি রিকোগনিশন, ডিরেকশন ডিটেকশন, লোকেশন আইডেন্টিফিকেশন। এটি মানুষের চেহারা চিহ্নিতকরণ এবং পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণসহ বিভিন্ন দিক নির্ণয়, কোনো বস্তু দেখলে তার নামসহ চিহ্নিতকরণ, বাংলা, ইংরেজি বইপড়া থেকে শুরু করে কোনটা কত টাকার নোট তাও নির্ণয় করতে পারবে। ‘টকিংগ্লাস’ উদ্ভাবক টিমে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল, সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, এ বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী সোহেল মাহমুদ, রিপন চন্দ্র দাস এবং ২০১৭-১৮ সেশসনের শিক্ষার্থী বিপুল মণ্ডল। এ টিমের সুপারভাইজার ছিলেন সহকারী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল এবং কো-সুপারভাইজার সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান রাজু। ‘টকিংগ্লাসের’ উদ্ভাবক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সোহেল মাহমুদ বলেন, ‘আমাদের ইচ্ছা এই ডিভাইসে আরও সুন্দর কিছু ফিচার যুক্ত করে খুব শিগগিরই প্রত্যেক দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের কাছে পৌঁছে দেবো। ডিভাইসটি একজন ব্লাইন্ড হেল্পার হিসেবে কাজ করবে। যখন একজন অন্ধ ব্যক্তির কাছে কোনো মানুষ থাকবে না তখনো ওই ব্যক্তি নিজেকে স্বাবলম্বী ভাবতে পারবে। তিনি নিজ থেকে পথ তৈরি করতে পারবে অন্যের ওপর নির্ভরশীলতা কমে যাবে। শুধু যে একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ ব্যবহার করবে তা নয়, বরং একজন স্বাভাবিক মানুষও ব্যবহার করতে পারবে, তার একাকিত্বের সময় সে গান শুনতে পারবেন, অন্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এর ইন্টারনাল কার্যক্রম হলো এই ডিভাইস থেকে একটা পিকচার নিয়ে ওই পিকচারটি প্রসেস করে অডিও হিসেবে ইউজারকে শুনিয়ে দেবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com