সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি ॥ বানারীপাড়া উপজেলায় ৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম ধাপে অনুষ্ঠেয় নির্বাচনে ৭টি ইউপির ৫টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার (২৪ মার্চ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে ওই ৭ ইউপির নৌকার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেন। বিজয়ী চেয়ারম্যানরা হলেন ১নং বিশারকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম সান্ত, ২নং ইলুহার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, ৫নং সলিয়াবাকপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. সিদ্দিকুর রহমান, ৭নং বানারীপাড়া সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. জলিল ঘরামী ও ৮নং উদয়কাঠি ইউনিয়নে বর্তমান চেযারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. রাহাদ আহম্মেদ ননী। উল্লিখিত ৫টি ইউপিতে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে এবং ৪নং চাখার ইউপি ও ৬নং বাইশারী ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে আগামী ১১এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন (নিক) ঘোষিত প্রথম ধাপে দেশের ৩৭১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে বানারীপাড়া উপজেলার ৮টি ইউপির মধ্যে ৭টিতে ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে। অপর ইউনিয়ন সৈয়দকাঠিতে ভোটগ্রহণের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।
Leave a Reply