ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি উপজেলার ১নং ভৈরব-পাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো.ইসমাইল হোসেন মিনা নির্বাচনে তথ্য গোপনের অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে জি আর ১৪৪/১৯ইং নলছিটি থানায় মামলা নম্বর (৮) উক্ত মামলা চলমান থাকলেও তিনি নির্বাচনি হলফনামায় তাহা উল্লেখ করেনি। অর্থাৎ তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলছিটি উপজেলার ১নং ভৈরব-পাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন মিনা পিতা মৃত: জলিল মিনা,সাং ঈস্বরকাঠি থানা নলছিটি। তার বিরুদ্ধে ৩৭৯ ধারায় সরকারি বিদ্যুৎ এর টাওয়ারের রডসহ মালামাল চুরির অপরাধে এই মামলা হয়েছিল। এই মামলা থাকলেও তিনি নির্বাচনে ইউপি সদস্য‘র প্রার্থীতার হলফনামায় তথ্য গোপন করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। এ তথ্য গোপন করে নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি। বর্তমান সরকার দক্ষিনাঞ্চলের পায়রা বন্দর নির্মান প্রকল্পের বিদ্যুৎ এর টাওয়ার নিন্মার্ণ করে বিদ্যুতের লাইন নেওয়ার সেই টাওয়ারের রডসহ সরকারী মালামাল চুরির মামলায় ইসমাইল মিনা আসামি হলেও নির্বাচনি হলফনামায় উল্লেখ না করে তথ্য গোপন করেছেন। এ ব্যাপারে ইসমাইল মিনার সাথে যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
Leave a Reply