মো: লুৎফুল হাসান রানা, কলাপাড়া প্রতিনিধি ॥ পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকত কুয়াকাটার বালিয়াড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠছে পর্যটকরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত অবধি উন্মুক্ত মঞ্চে সুরের মুর্ছনায় আগত পর্যটকদের মাতিয়ে তুলেন শিল্পীরা আর গানের ফাঁকে ফাঁকে চলে স্থানীয় রাখাইনদের নৃত্য। বঙ্গবন্ধুকে নিয়ে পরিবেশিত গান ও কবিতায় মন কাড়ে পর্যটকদের। বালু দ্বারা নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাশে অনুষ্ঠিত এ সাংকৃতিক অনুষ্ঠানে প্রতিদিনই বাড়ছে পর্যটকের ভীড়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা পুলিশ ও কুয়াকাটা পৌরসভা। আগামী ২৬ মার্চ পর্যন্ত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করবেন বলে জানিয়েছে কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর পরিচালক হোসাইন আমির।
Leave a Reply