স্টাফ রিপোর্টার ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন প্রত্যাখ্যান করার আহ্বান ও সুনামগঞ্জের শাল্লাসহ সকল সংখ্যালঘু নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। ‘তিস্তা নদীর ন্যায্য হিস্যা দাও, সীমান্ত হত্যা বন্ধ কর, ভারতের আগ্রাসন রুখে দাও’-এই স্লোগানে বুধবার (২৪ মার্চ) বেলা ১১ টায় নগরের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করে। এসময় বক্তারা বলেন, গুজরাটে দাঙ্গাবাজ গণহত্যাকারী মোদীকে প্রত্যাখ্যান করতে হবে সকলকে। নীতিগতভাবে মোদির আগমন মেনে নিতে পারছি না। একই সঙ্গে তিস্তা নদীর ন্যায্য হিস্যা, সীমান্তে হত্যা বন্ধ করা এবং সুনামগঞ্জের সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। এর আগে বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর উপস্থিতিতে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হলে সামনে এসে শেষ হয়।
Leave a Reply