মুলাদী প্রতিনিধি ॥ স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশে উত্তরন হওয়ায় দেশ ব্যাপী উদ্যাপন অনুষ্টান উপলক্ষে মুলাদীতে উপজেলা প্রশাসন কর্তৃক ০৩(তিন) দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রত্যয়কে সামনে রেখে ২৬ হতে ২৮ মার্চ ২০২১ ইং তারিখ পর্যন্ত ০৩(তিন) দিনব্যাপী সমগ্র দেশের জেলা ও উপজেলা ন্যায় মুলাদীতেও উন্নয়ন মেলার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মসূচী ও সফলতা তুলে ধরার জন্য উন্নয়ন মেলা শুরু হয়েছে। বর্তমান সরকারের ক্রমবর্ধমান উন্নয়ন কর্মকান্ডের সফলতা প্রচার ও প্রসারকে তুলে ধরার জন্য জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী দপ্তর সমূহ দিনের শুরুতে বর্ণাঢ্য র্যালী প্রদর্শনের মাধ্যমে মেলার শুভ সূচনা হয়। গতকাল সকাল ১০ টায় র্যালী শেষে সরকারী মুলাদী কলেজ মাঠে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু ও উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস। এসময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড আব্দুল বারী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, সরকারী মুলাদী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার রেজাউল হাসান, উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান অফিসার, উপজেলা মৎস্য অফিসার, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা সমবায় অফিসার, উপজেলা বন কর্মকর্তা, উপজেলা প্রকল্প অফিসার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান টিটু, শাহিন সরদার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাজী মোঃ মুরাদ, উপজেলা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান পাপ্পু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
Leave a Reply