নিজস্ব প্রতিবেদক ॥ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি বাংলাদেশ কৃষি ব্যাংক, বরিশাল অঞ্চলের বিনম্র শ্রদ্ধা নিবেদন করে। পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অগ্রযোদ্ধা সম্মানিত কৃষকদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ২৬মার্চ শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল অঞ্চলের মুখ্য আঞ্চলিক কার্যালয় হতে যাত্রা শুরু করে টাউন হল প্রদক্ষিন করে। বর্ণাঢ্য র্যালি পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বরিশাল অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আবু মাহমুদ বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার স্বপ্নের সোনার বাংলায় তিনি দেখতে চেয়েছিলেন দেশের কৃষি ও কৃষকের সর্বাঙ্গীণ উন্নয়ন এবং স্বনির্ভরতা। বঙ্গবন্ধুর সে স্বপ্ন বাস্তবায়নের পুরো দায়িত্ব এখন আমাদের সবার। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়নে আরো অগ্রণী ভূমিকা পালনের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। কৃষি উন্নয়নের মাধ্যমে ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য বিমোচনের মাধ্যমে দেশের অর্থনীতি সুদৃঢ় করাই হোক আমাদের চলমান অঙ্গীকার। সুতরাং আমরা নিশ্চিতভাবে বলতে পারি কৃষিই হচ্ছে আমাদের এ অঙ্গীকার পূরণের প্রধান বাহন। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষিখাতকে উন্নত করার লক্ষ্যে সর্বদা কৃষকের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে এবং আগামীতেও সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক সালাউদ্দিন রাজীব, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, বরিশাল আবু মাহমুদ, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, ঝালকাঠি আবদুস সালাম, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক,পটুয়াখালী আবদুল কাদের, বরিশাল শাখার ব্যবস্থাপক (সহকারী মহাব্যবস্থাপক) মোঃ কামরুজ্জামান সহ বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। র্যালিতে আরো উপস্থিত ছিলেন, বায়োফ্লক উদ্যোক্তা শরীফ তুহিন, আধুনিক কৃষি উদ্দ্যোক্তা শাহীন মাহমুদ সহ বরিশাল অঞ্চলে শতাধীক কৃষক ও কৃষি উদ্দ্যোক্তা।
Leave a Reply