গৌরনদী প্রতিনিধি ॥ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরনে গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বরিশালের গৌরনদীতে বর্নাঢ্য আনন্দ র্যালি বের করাসহ দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা সদরের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অগ্রভাগে থেকে র্যালিটির নেতৃত্ব দেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান। র্যালি শেষে পৌর মেয়র মোঃ হারিছুর রহমান ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী মিলে ফিতা কেটে উপজেলা পরিষদ চত্বরে মেলানো দুই দিনব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন। মেলা উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা পরিষদের শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সাবেক নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার স্বর্ণা, চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে, নলচিড়া ইউপি চেযারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপসহ প্রমুখ।
Leave a Reply