ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু শনিবার ভার্চুয়ালি যুক্ত থেকে উৎসব উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ডিসি অফিস প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বক্তৃতা করেন। শেখ রাসেল স্টেডিয়ামে আয়োজিত মেলায় সরকারি-বেসরকারি দফতর-প্রতিষ্ঠানের ৪০টি স্টল স্থান পেয়েছে।
Leave a Reply