বিনোদন ডেস্ক ॥ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দেশ মাতিয়ে তিনি এখন পুরোদস্তুর আন্তর্জাতিক তারকা। নিয়মিতই কাজ করছেন হলিউডে। মুক্তি পেয়েছে বেশ কিছু সিনেমা ও সিরিজ। সেগুলো দিয়ে নিজের অভিনয় গুণের প্রমাণ দিয়েছেন তিনি। প্রিয়াঙ্কা অভিনয়ের পাশাপাশি একজন প্রযোজক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত। এবার তিনি চালু করেছেন রেস্তোরাঁ ব্যবসা। তার সেই রেস্তোরাঁটি নিউইয়র্কে। সেখানে পাওয়া যাবে ভারতীয় খাবারের স্বাদ। প্রতিষ্ঠানের নাম রেখেছেন তিনি ‘সোনা’। সম্প্রতি নিই ইয়র্কে রেস্তোরাঁটির উদ্বোধন করেছেন তিনি। প্রবাসী ভারতীয়রা যাতে দেশ থেকে দূরে থেকেও ঘরের খাবারের স্বাদ নিতে পারেন সে ভাবনা থেকেই এই ওই উদ্যোগ নিয়েছেন প্রিয়াঙ্কা। বেশ কিছু ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেল, ২০১৯ সালে রেস্তোরাঁ খোলার স্বপ্ন দেখেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি চাইতেন বিদেশের মাটিতে দেশের খাবারের সুনাম ছড়িয়ে দিতে। সেই স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন। অবশেষে ২০২১ সালে এসে তার স্বপ্নটি পূরণ হলো। এই স্বপ্ন পূরণে দেশি গার্ল’খ্যাত প্রিয়াঙ্কাকে সাহায্য করেছেন তার স্বামী নিক জোনাস।
Leave a Reply